ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

শিবচরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

মাদারীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
শিবচরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত ছবি: প্রতীকী

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে কাঁচামাল ভর্তি ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী গিয়াস উদ্দিন খলিফা (৩৫) নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আ. রহিম (২৮) নামে অটোরিকশার অপর এক যাত্রী আহত হয়েছেন।



নিহত গিয়াস খলিফা সন্নাসীরচর ইউনিয়নের রাজারচর গোবিন্দ মাদবরের কান্দি গ্রামের লাল মিয়া খলিফার ছেলে। তিনি ১০ দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে আসেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে পাঁচ্চর এলাকার ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অটোরিকশাটি রাস্তা পেরুনোর সময় কাওড়াকান্দিগামী কাঁচামাল ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৪-৮৬৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি উল্টে গেলে গিয়াস উদ্দিন খলিফা ও আ. রহিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক গিয়াস উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রহিমকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি)  আ. সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।   

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।