ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ৭ কাপড়ের দোকান ভস্মীভূত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
রাজশাহীতে ৭ কাপড়ের দোকান ভস্মীভূত

রাজশাহী: রাজশাহী নিউমার্কেটের পাশে মাইনুল সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের সাতটি কাপড়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।



রাজশাহী সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৬ অক্টোবর) দিনগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ওমর ফারুক বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক সটসার্কিট মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সদর ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক আহসানুল কবিরের উপস্থিতিতে তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডে সাতটি কাপড়ের দোকান ভস্মীভূত হয়ে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।