ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ইয়াবাসহ অটোরিকশা চালক আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
চান্দিনায় ইয়াবাসহ অটোরিকশা চালক আটক ছবি: প্রতীকী

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় প্যাকেট ভর্তি ইয়াবাসহ শাকিল ভূঁইয়া (২৪) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় রেজাউল করিম নামে ডিবি’র এক কনস্টেবল আহত হয়েছেন।



শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে খোশবাস থেকে যাত্রী নিয়ে চান্দিনায় আসার পথে বরকইট বাজার সংলগ্ন একটি স মিলের সামনে থেকে তাকে আটক করা হয়।


শাকিল উপজেলার বরকইট গ্রামের ফরিদ ভূঁইয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) নজরুল বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে বরকইট বাজার সংলগ্ন একটি স মিলের সামনে শাকিলকে ধাওয়া করে সাদা পোশাকের পুলিশ। এ সময় অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে পুলিশ তাকে ধরে ফেলে। ধাওয়াকালে ডিবি’র এক কনস্টেল আহত হন। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্যাকেট ভর্তি ইয়াবা পাওয়া যাওয়ায় শাকিলকে আটক করা হয়েছে। তবে ইয়াবার সংখ্যা জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।