ঢাকা: বৃষ্টি হয়েছিল তিন দিন আগে। কিন্তু সড়কের উপর এখনও পানি।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর প্রগতি সরণির মেরুল বাড্ডা কাঁচা বাজার এলাকায় সড়কে এমন চিত্র দেখা গেছে।
এখানেই শেষ নয়, মেরুল বাড্ডা থেকে মধ্য বাড্ডা হয়ে উত্তর বাড্ডা পর্যন্ত সড়কের দু’পাশে পানি ও কাঁদায় একাকার। এ কারণে এসব এলাকায় যানবাহন, পথচারী, হাসপাতালের রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী, দোকানদার, ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা পড়েছে চরম ভোগান্তিতে। এ এলাকায় তাই নিয়মিত লেগে থাকে চরম যানজট।
সরেজমিনে দেখা গেছে, মেরুল বাড্ডা কাঁচা বাজার এলাকায় হাতির ঝিলের উল্টো পাশে সড়কের উপর অনেকাংশ জুড়ে বৃষ্টির পানি জমে রয়েছে। পানির নিচে রয়েছে ম্যানহোলের খোলা ঢাকনা। সড়কের পাশে ড্রেন থাকলেও ময়লা-আবর্জানা পড়ে তা বন্ধ হয়ে রয়েছে।
এদিকে ঢাকনা না থাকায় মরণ ফাঁদে পরিণত হয়েছে ম্যানহোলের গর্তগুলো। এসব গর্তে আড়াআড়ি বাঁশ দিয়ে চিহ্ন দিয়ে রেখেছে স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা।
তারা জানিয়েছেন, মঙ্গলবার (১৩ অক্টোবর) বৃষ্টি হয়েছিল। তখন এ রাস্তায় কোমর সমান পানি জমেছিল। এরপর জমে থাকা পানি কিছুটা কমতে থাকে। কিন্তু এখনও পানি জমে থাকায় প্রতিদিন এখান দিয়ে চলাচলকারী মানুষজনের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ওই এলাকার হকার মো. রাসেল জানান, জমে থাকা পানির নিচে বহু গর্ত রয়েছে। প্রায়ই রিকশা ও মোটরসাইকেলসহ ছোট ছোট যানবাহন এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। জলাবদ্ধতার এ পানি রোদে শুকানো ছাড়া কোনো উপায় নেই। এ সমস্যা দীর্ঘ দিনের।
স্থানীয় চা বিক্রেতা শহিদুল ইসলাম জানিয়েছেন, এ এলাকায় বৃষ্টির পানি সরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ময়লা-আবর্জনার কারণে দীর্ঘ দিন ধরে এ এলাকার ড্রেনগুলো বন্ধ থাকায় পানি সরতে পারছে না। একবার বৃষ্টি হলেই তাই এ এলাকার রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। সবাইকে দুর্ভোগে পড়তে হয়।
বৃষ্টির পানি সরানোর জন্য মধ্য বাড্ডার লিংক রোড এলাকায় মহাসড়কের উপর কয়েকজন শ্রমিককে ড্রেন খোঁড়াখুঁড়ির কাজ করতে দেখা গেছে। তারা জানিয়েছেন, ময়লা-আবর্জানায় ড্রেন বন্ধ হয়ে গেছে। সেগুলো পরিষ্কার করে বৃষ্টির পানি সরানোর ব্যবস্থা করা হচ্ছে।
লিংক রোডের একটু পরে মধ্যবাড্ডা আল আরাফাহ ইসলামী ব্যাংকের বিপরীত দিকে সড়কের উপর একটি ডাস্টবিন রয়েছে। এই ডাস্টবিনের ময়লা-আবর্জনার সঙ্গে বৃষ্টির পানি মিশে দুর্গন্ধযুক্ত কাঁদা তৈরি হয়েছে। সেখান থেকে পথচারীদের মুখে রুমাল নিয়ে হাঁটতে দেখা গেছে।
উত্তর বাড্ডার হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের সামনে সড়কের উপর বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে। আবর্জনা ও কাঁদার স্তুপ জমে রয়েছে সেখানেও। স্থানীয় কয়েকজনকে ম্যানহোলের ঢাকনা সরাতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, একটু বৃষ্টি হলেই এখানে পানি জমে থাকে। ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করার কারণে জলাবদ্ধতা দেখা দেয়। এতে এ এলাকার ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা অভিযোগ করেন।
মেরুল বাড্ডা থেকে উত্তর বাড্ডা পর্যন্ত দুই পাশ থেকে বহু ছোট ছোট রাস্তা প্রগতি সরণির সঙ্গে মিশেছে। এসব সড়কের মধ্যে রয়েছে হাজী হাছান উদ্দিন সড়ক, ডিআইটি প্রজেক্টের সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল রোড, মধ্য বাড্ডা ভেনাস কমপ্লেক্সের উল্টো দিকের একটি কাঁচা সড়কসহ আরও কয়েকটি রাস্তা। এ বছরের টানা বৃষ্টির কারণে এসব রাস্তা ভেঙে খানাখন্দ তৈরি হওয়ায় ও পানি জমে থাকায় এগুলো দিয়ে যাতায়াতে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
টিএইচ/আরএম