লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় দুই শিশু ধর্ষিত হয়েছে। তৈয়ব আলী (৬৫) নামে এক ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আটককৃত ধর্ষক তৈয়ব আলী কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ধর্ষক তৈয়ব আলীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলায় ২য় শ্রেণির এক ছাত্রীকে তৈয়ব আলী ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ধর্ষক তৈয়ব আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ধর্ষণের শিকার শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্কমকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেন।
অপর দিকে বুধবার (১৪ অক্টোবর) আদিতমারী উপজেলায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে মনছুর আলীর ছেলে রবিউল ইসলাম (১৬) ধর্ষণের চেষ্টা চালায়।
পরে মেয়েটির বাবা বাদী হয়ে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ধর্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রাতে এজাহার পেয়েছি। শনিবার (১৭ অক্টোবর) তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এমজেএফ