ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

টঙ্গিবাড়ীতে স্বর্ণের দোকানে ডাকাতি, ১০ ভরি স্বর্ণ লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
টঙ্গিবাড়ীতে স্বর্ণের দোকানে ডাকাতি, ১০ ভরি স্বর্ণ লুট

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড়া বাজারে ৭টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাজারের চারজন নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে দোকানগুলোর সিন্দুক ভেঙে ১০ ভরি স্বর্ণ লুট করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।



শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এ ঘটনাকে চুরি দাবি করে জানান, দিঘিরপাড়া বাজারের ৭টি দোকানের মধ্যে ৪টি দোকান থেকে ৮ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। ৩টি দোকানে কোনো স্বর্ণালঙ্কার ছিল না বলেও জানান তিনি।

খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে টঙ্গিবাড়ী থানা পুলিশ।

ডাকাতি হওয়া স্বর্নালঙ্কারের পরিমাণ আরও বেশি হতে পারে বলেও ধারণা করছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।