পাবনা: পাবনা সদর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে মিজান (১৫) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত মিজান সদর উপজেলার চরসাধুপাড়া গ্রামের হারুনর রশিদের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে উপজেলার বাংলাবাজার এলাকায় এক কিশোরের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ (পামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫ আপডেট ১০১৩ ঘণ্টা
এএটি/এমজেএফ/