ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে গরিব ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
খাগড়াছড়িতে গরিব ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: শারদীয় দুর্গা পূজা উপলক্ষে খাগড়াছড়ির খাগড়াপুর শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির উদ্যোগে এবং কনসার্ন সার্ভিসেস ফর ডিজঅ্যাবলড (সিএনডি) ও রামকৃষ্ণ সেবাশ্রমের যৌথ সহায়তায় গরিব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বস্ত্র বিতরণ করেন।



প্রবীণ ব্যক্তিত্ব রামকৃষ্ণ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খেগেশ্বর ত্রিপুরা, দৈনিক আজাদীর সাহিত্য বিষয়ক সম্পাদক অরুণ দাশগুপ্ত, জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, মংসুইপ্রু চৌধুরী অপু, ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম, সিএসডি’র সাধারণ সম্পাদক বিশ্বজিত গুপ্ত প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় তিনশ’ দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।