ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ছেলে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
ছেলে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

পিরোজপুর: পিরোজপুরে ছেলে হত্যার দায়ে আতাহার বালী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় দেন।



দণ্ডপ্রাপ্ত আতাহার বালী পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিলডুমুরিয়া গ্রামের মৃত হাশেম বালীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ৪ মার্চ রাতে নিজের ছেলে মাসুমকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেন আতাহার বালী। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আতাহার আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
‍এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।