বগুড়া: বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বধির দিবস পালিত হয়েছে। ‘শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের বোবা নয় বধির বলুন’- এই প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালন করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের নবাববাড়ী সড়কের কার্যালয় থেকে বগুড়া মুখ বধির সংঘ র্যালি বের করে সাতমাথা এলাকায় এসে মানববন্ধন কর্মসূচি পালন করে।
পরে র্যালি নিয়ে তারা আবারও সংগঠনের কার্যালয়ে যান এবং সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান মিটুলসহ বেশ কয়েকজন বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এমবিএইচ/আইএ