ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

চাল কেনার সময় বাড়ানোর দাবিতে স্মারকলিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
চাল কেনার সময় বাড়ানোর দাবিতে স্মারকলিপি

নেত্রকোনা: নেত্রকোনায় খাদ্যগুদামে চাল কেনার সরকার নির্ধারিত সময় বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর করার দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সমিতির নেত্রকোনা জেলা শাখার সভাপতি এইচ.আর. খান পাঠান সাখি ও সাধারণ সম্পাদক উজ্জ্বল সাহা জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি জমা দেন।



এ সময় উপস্থিত ছিলেন সমিতির সদস্য ফেরদৌস আহম্মদ, পরিমল সরকার, অধ্যাপক রণজিত সাহা প্রমুখ।

এর আগে পৌর শহরের মোক্তারপাড়ায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে সমিতির সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৩ হাজার চারশ’ মে. আতপ চাল কেনার কথা থাকলেও মাত্র আট হাজার মে. চাল কিনেই কার্যক্রম বন্ধ করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক। ফলে ক্ষতির সম্মুখীন হয়েছে চালকল মালিকরা।

এ প্রসঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রক রাফিজ উদ্দিন বাংলানিউজকে বলেন, গত ৭ অক্টোবর পর্যন্ত চাল কেনা হয়েছে। কিন্তু খাদ্য গুদামে সংরক্ষণের জায়গা না থাকায় আর চাল কেনা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।