রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামে পুকুরের পানিতে ডুবে আবদুল্লাহ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আবদুল্লাহ ওই গ্রামের আব্দুল কালাম ছেলে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ওই শিশুর বাবা জানান, এদিন দুপুরে বাড়ির পেছনের পুকুরে মাছের খাবার দিতে যায় সে। কিন্তু পরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ছেলেকে দেখতে না পেয়ে মা আলেয়া বেগম ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় পুকুরের পানিতে আবদুল্লাহকে ভাসতে দেখেন।
তিনি আরও জানান, সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বিকেলে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়।
পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসএস/আইএ