রাজশাহী: রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় নিহত দু’জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
তারা হলেন- গোদাগাড়ীর আশগ্রামে ট্রেনের ধাক্কায় গাজী (৩৫) ও শাবদীপুর এলাকায় বাস-ট্রাকের সংর্ঘষে আব্দুল মান্নান (১৫) নিহত হন।
পৃথক দু’টি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
নিহত গাজী রাজশাহীর পবা উপজেলা শিতলাই গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও আব্দুল মান্নান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পানচৌকা গ্রামের মৃত মানারুলের ছেলে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ওই দু’জনের মরদেহ অজ্ঞাত হিসেবে থাকলেও দুপুরে পর স্বজনরা এসে মরদেহগুলো শনাক্ত করেন।
নিহত গাজীর স্বজনরা জানান, আশগ্রাম এলাকায় ট্রেনের ধাক্কায় রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে গাজী নিহত হন। সোমবার ভোরে তার মরদেহ রামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
এদিকে, গোদাগাড়ী উপজেলার শাবদীপুর এলাকায় বাস-ট্রাক সংঘর্ষ হলে আহত আবদুল মান্নানকে ঘটনাস্থল থেকে রামেক হাসপাতালে মুক্তার নামের এক ব্যক্তি ভর্তি করান। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসএস/জেডএস