ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় নিহত দু’জনের পরিচয় শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় নিহত দু’জনের পরিচয় শনাক্ত

রাজশাহী: রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় নিহত দু’জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

তারা হলেন- গোদাগাড়ীর আশগ্রামে ট্রেনের ধাক্কায় গাজী (৩৫) ও শাবদীপুর এলাকায় বাস-ট্রাকের সংর্ঘষে আব্দুল মান্নান (১৫) নিহত হন।



পৃথক দু’টি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

নিহত গাজী রাজশাহীর পবা উপজেলা শিতলাই গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও আব্দুল মান্নান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পানচৌকা গ্রামের মৃত মানারুলের ছেলে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ওই দু’জনের মরদেহ অজ্ঞাত হিসেবে থাকলেও দুপুরে পর স্বজনরা এসে মরদেহগুলো শনাক্ত করেন।

নিহত গাজীর স্বজনরা জানান, আশগ্রাম এলাকায় ট্রেনের ধাক্কায় রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে গাজী নিহত হন। সোমবার ভোরে তার মরদেহ রামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

এদিকে, গোদাগাড়ী উপজেলার শাবদীপুর এলাকায় বাস-ট্রাক সংঘর্ষ হলে আহত আবদুল মান্নানকে ঘটনাস্থল থেকে রামেক হাসপাতালে মুক্তার নামের এক ব্যক্তি ভর্তি করান। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।