ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

শারদীয়া দুর্গাপূজা

চুয়াডাঙ্গা সীমান্তের ১৪২ কিলোমিটার এলাকায় বিএসএফের রেড এলার্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
চুয়াডাঙ্গা সীমান্তের ১৪২ কিলোমিটার এলাকায় বিএসএফের রেড এলার্ট

চুয়াডাঙ্গা: দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আওতাধীন ১৪২ কিলোমিটার সীমান্ত এলাকায় (চুয়াডাঙ্গা-মেহেরপুরের মুজিবনগর-ঝিনাইদহ জেলার একাংশ) রেড এলার্ট জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৯ অক্টোবর) ভোর ৬টা থেকে জারি করা রেড এলার্ট আগামী ২৩ নভেম্বর শনিবার ভোর ৬টা পর্যন্ত বহাল থাকবে।



চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক এস.এম.মনিরুজ্জামান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বিএসএফের রেড এলার্ট তাদের নিয়ম অনুযায়ী জারি হয়েছে। তবে বিজিবিও সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে, তাদের টহলও বাড়ানো হয়েছে‍। তবে জেলার দর্শনা সীমান্ত চেকপোস্ট দিয়ে সড়কপথে দু’দেশের যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। পূজা উপলক্ষে বৃহস্পতিবার ছাড়া নিয়মিত চুয়াডাঙ্গার দর্শনা হয়ে চলাচল করবে ঢাকা-কোলকাতা সরাসরি ট্রেন মৈত্রী এক্সপ্রেস।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।