ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাক-ঢোলে মুখরিত খুলনার পূজামণ্ডপ

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
ঢাক-ঢোলে মুখরিত খুলনার পূজামণ্ডপ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: শঙ্খ, কাঁসর, ঢাক-ঢোলের বাদ্যে মুখরিত খুলনার প্রতিটি পূজামণ্ডপ। সঙ্গে নাচ-গান-আরতি আর দেবী বন্দনা।

শারদীয় দুর্গাপূজা ঘিরে রূপসা ও ভৈরব পাড়ের খুলনায় এখন উৎসবের আমেজ।

মঙ্গলবার (২০ অক্টোবর) মহা সপ্তমীতে সকাল থেকেই প্রতিটি মণ্ডপে পূজা, অর্চনা করতে ভক্তদের ভিড় দেখা গেছে।

খুলনা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এবার সমগ্র খুলনায় মোট ৯শ ১৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মহানগরীতে ১১৫টি ও জেলার ৯টি উপজেলায় ৮০১টি।

উল্লেখযোগ্য মণ্ডপগুলো হলো-, শীতলাবাড়ি, শিববাড়ী, তালতলা আর্য্য কালি মন্দির, পঞ্চবীথি, আর্য্য ধর্মসভা, বড়বাজার, দোলখোলা, কয়লাঘাট কালিবাড়ি, ওমানন্দ শিবমন্ডির, মহেশ্বরপাশা বনিকপাড়া, সাহেবের কবরখানা, রূপসা উপজেলার দুর্জনীমহল, আইচগাতি, পিঠাভোগ, বটিয়াঘাটা উপজেলার শৈলমারী, ঝড়ভাঙ্গা, হোগলাডাঙ্গা, জলমা, ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া পূজা মন্ডপ, চুকনগর মালো পাড়া, খর্ণিয়া বাজার, দাকোপ উপজেলার চালনা বাজার, বউমার গাছতলা, লাউডোব, পোদ্দারগঞ্জ, লক্ষীখোলা, পাইকগাছা উপজেলার কপিলমুনি মিলনমন্দির, পাইকগাছা বাজার, তেরখাদা উপজেলার আমতলা উত্তরপাড়া, দিঘলিয়া উপজেলার মাঝিরগাতি হাইস্কুল, গাজিরহাট, ফুলতলা বাজার বনিক সমিতি, জামিরা বাজার, মাতৃসেবা, দামোদর গাছতলা ও কয়রা উপজেলার আমাদি বাজার, চান্নিরচক, সুরখালী, মহেশ্বরীপুর, ভাগবা ও খড়িয়া।

সরেজমিনে দেখা যায়, নগরীর প্রত্যেকটি মণ্ডপ সাজানো হয়েছে ভিন্নরূপে। তবে সৌন্দর্য বেশি ফুটে ওঠে সন্ধ্যা নামার পর ঝলমলে আলোকসজ্জায়।

নগরীর বড়বাজার সংলগ্ন কালীবাড়ি মন্দিরের পূজামণ্ডপটি সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। ভিন্নমাত্রা যোগ করেছে এ মণ্ডপের শৈল্পিক কারুকাজ। মণ্ডপটি গ্রামীণ বাংলার ঐতিহ্য মিশে হয়েছে একাকার। ব্যবহার করা হয়েছে বেত ও বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন ব্যবহার্য জিনিস। সাদা চট দিয়ে ঢাকা মূল কাঠামোর উপর এসব কারুকাজ কারিগরের দক্ষতার বহিঃপ্রকাশ ঘটেছে।

খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু বাংলানিউজকে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকায় উৎসাহ-উদ্দীপনার মধ্যে ভক্ত ও দর্শনার্থীরা শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন।

নগরীর তালতলা আর্য্য কালিমন্দিরের পুরোহিত সঞ্জয় ব্যানার্জী বাংলানিউজকে বলেন, বুধবার (২১ অক্টোবর) মহাষ্টমী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) মহা নবমী ও শুক্রবার (২২ অক্টোবর) বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হবে শারদীয় এ উৎসব।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।