ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ছাত্রলীগ নেতার হাতে ৩ স্কুলছাত্রী লাঞ্ছিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
ছাত্রলীগ নেতার হাতে ৩ স্কুলছাত্রী লাঞ্ছিত

নড়াইল: শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকায় ছাত্রলীগ নেতার পছন্দের শিক্ষার্থীদের নাম না দেওয়ায় তিন ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজে এ ঘটনা ঘটে।



পরে অভিযুক্ত কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি বিল্লাল হোসেনের নামে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ করেন একাদশ শ্রেণির এক ছাত্রী।
 
প্রত্যক্ষদর্শী ও লাঞ্ছিতের শিকার ছাত্রীরা জানান, দুপুরে ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন কিছু নেতাকর্মী নিয়ে কলেজ কার্যালয়ে গিয়ে উপবৃত্তির তালিকায় তার পছন্দমতো ২৫/২৬ জন শিক্ষার্থীর নাম তুলতে বলেন।

এ সময় কলেজ কর্তৃপক্ষ জানায়, এ বিষয়ে কমিটি রয়েছে। তারাই বিষয়টি দেখবে। এ সিদ্ধান্তের কথা শুনে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে সাধারণ শিক্ষার্থীদের কলেজ থেকে চলে যেতে বলেন। এরপরও কয়েক ছাত্রী কলেজে অবস্থান করলে তিন ছাত্রীকে লাঞ্ছিত করেন ওই ছাত্রলীগ নেতা।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, এক ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।