ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রহমত আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ২০জন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের নামপরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ফজলুল হক বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ধানতলিয়া গ্রামের ফজলুর রহমান ও আব্দুল মালেকের মধ্য আধিপত্য বিস্তার এবং মামলা নিয়ে বিরোধ চলছিলো। এর জের ধরে শুক্রবার সকালে দু’পক্ষের লোকজন ইট-পাটকেল ও দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ইট-পাটকেল আঘাতে ঘটনাস্থলেই রহমত আলীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
তিনি আরো জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এএটি/এসএইচ