ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

এমপিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললো টিআইবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এমপিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললো টিআইবি ছবি : রাজিব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইন প্রণয়ন কার্যাবলীতে সংসদ সদস্যদের (এমপি) অংশগ্রহণ নিয়ে হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এমপিদের যোগ্যতা নেই, আইন সম্পর্কে ধারণা নেই।

যে কারণে আইন প্রণয়ন কার্যাবলীতে এমপিদের অংশগ্রহণ হতাশাজনক।

রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর ধানমণ্ডি টিআইবি কার্যালয়ে দশম জাতীয় সংসদের দ্বিতীয় থেকে ৬ষ্ঠ অধিবেশন সম্পর্কিত পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

টিআইবি’র গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, আইন প্রণয়ন কার্যক্রমে মোট সময়ের মাত্র ৬ শতাংশ ব্যয় হয়েছে। দশম সংসদের দ্বিতীয় থেকে ৬ষ্ঠ অধিবেশন পর্যন্ত ৩০টি সরকারি বিল পাস হয়েছে। বিল উত্থাপন এবং বিলের ওপর মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে একটি বিল পাস করতে গড়ে প্রায় ৩০ মিনিট সময় ব্যয় হয়েছে। অর্থবিল ছাড়া ২৪টি বিলের ওপর ২৯ জন সংসদ সদস্য আলোচনায় অংশ নিয়েছেন। যদিও তাদের আলোচনা আগের সংসদগুলোর মতোই কণ্ঠভোটে নাকচ হয়ে গেছে।

টিআইবি’র নির্বাহী পরিচালক আরও বলেন, সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন কার্যবলীতে এমপিদের অংশগ্রহণ হতাশাজনক। ৩৫০ জন এমপির মধ্যে মাত্র ২৯ জন সদস্য আলোচনায় অংশ নিয়েছেন।

আমার মনে হয়, এমপিদের আইন প্রণয়ন কার্যবলী সম্পর্কিত আলোচনায় অংশ নেওয়ার যোগ্যতা নেই, দক্ষতা নেই। একই সঙ্গে এটিও হতে পারে, এমপিদের আইন সম্পর্কিত কার্যবলীতে আলোচনায় অংশ নেওয়ার মানসিকতাও নেই, যোগ করেন তিনি।

দশম জাতীয় সংসদ নির্বাচনকে ‘বিতর্কিত’ বলে আখ্যায়িত করে তিনি বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, দশম সংসদ নির্বাচন ছিল ‘বিতর্কিত’। একই সঙ্গে প্রশ্নবিদ্ধ ‘তথাকথিত’ বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। এটা উদ্বেগের, হতাশার। বিরোধী দল সরকারি দলের লেজুরবৃত্তি করছে। সরকারি দলের অংশ হিসেবে থাকায় তারা এখনও নিজেদের অবস্থান প্রমাণ করতে পারেনি।

সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন ইফতেখারুজ্জামান।

গবেষণা প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেন ফাতেমা আফরোজ, মোরশেদা আক্তার ও জুলিয়েট রোজেটি।

** কোরাম সংকটে অপচয় ৩২ কোটি টাকা

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএম/এটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।