বগুড়া: বগুড়া জেলার শেরপুর উপজেলায় ছয় জুয়াড়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এর আগে রোববার (২৫ অক্টোবর) ভোর রাতে শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন শেরুয়া বটতলা এলাকার লিটন (৩৫), বাবর আলী (২০), আমিনুল ইসলাম (৩০), হাসান আলী (২২), আব্দুল হান্নান (২৮) ও ফরিদ উদ্দিন (২৭)।
বিকেলে আটক ব্যক্তিদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১শ’ টাকা করে জরিমানাদেশ দেন বিচারক।
শেরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য জানান।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এমবিএইচ/এটি