ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব ভবন উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব ভবন উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর(টাঙ্গাইল): টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে।

এর আগে স্বাস্থ্য কমপ্লেক্স আট বছর ভাড়া ভবনে পরিচালিত হয়।



উপজেলা ঘোষণার ৯ বছর পর রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব ভবন উদ্বোধনের মধ্য দিয়ে এই স্বাস্থ্য কমপ্লেক্স স্থানান্তরিত হল।

১৭ কোটি টাকার অধিক টাকা ব্যয় করা এ স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা পর্যায়ে অন্যতম উন্নত স্বাস্থ্য কমপ্লেক্স বলে সংশ্লিষ্টদের দাবি।

২০০৬ সালের মে মাসে নিকারের বৈঠকে টাঙ্গাইলের অন্যতম মধুপুর উপজেলাকে বিভক্ত করে ধনবাড়ীকে আলাদা উপজেলা ঘোষণা করা হয়।

১২৭.৯৫ বর্গকিলোমিটার আয়তনের এ উপজেলা ঘোষণার আগে ১৯৯৬ সালে পৌরসভা ও ১৯৯৮ সালে পুলিশি থানায় উন্নীত হয়। নিকারের বৈঠকের সিদ্ধান্ত মতে ওই বছরের ২৮ সেপ্টেম্বরে ধনবাড়ী উপজেলার যাত্রা শুরু। পৌরভবনে ইউএনও অফিস বসিয়ে চলে উপজেলার সব কার্যক্রম নিয়ন্ত্রণ। বাসস্ট্যান্ড থেকে অনতিদূরে জামালপুর রোডের একটি ভাড়া বাসা থানা হিসেবে ব্যবহার হচ্ছে।

স্থানীয় নিউ মার্কেটের দ্বিতীয় তলার ৭/৮টি কক্ষ ভাড়া নিয়ে ২০০৭ সালের ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথ চলা। অন্যদিকে অবকাঠামো তৈরিতে চলে তোড়জোড়। অবশেষে ২০১৩ সালের ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা ভবন, হাসপাতাল ও থানা ভবন উদ্বোধন করেন।

উদ্বোধনের পর শুধু উপজেলা ভবন সংশ্লিষ্ট কার্যালয় নিয়ে ব্যবহার শুরু হলেও হাসপাতাল, থানার মতো গুরুত্বপূর্ণ ভবনে উঠতে পারেননি সংশ্লিষ্টরা।

একটি সূত্র জানায়, ১৭ কোটি টাকার বেশি ব্যয় করা দেশের অন্যতম উন্নত আধুনিক এ স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ বেশ আগেই শেষ হয়েছে। গুঞ্জন আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টদের কাউকে দিয়ে উদ্বোধনের অপেক্ষায় থেকে নিজস্ব ভবনে হাসপাতল যেতে দেরি হলো।

শেষে রোববার (২৫ অক্টোবর) দুপুরে ধনবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিজস্ব নতুন ভবনে কার্যক্রম শুরু হয়।

উদ্বোধন করেন সাবেক খাদ্যমন্ত্রী ও বর্তমান সংসদে অর্থ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপিত ড. আব্দুর রাজ্জাক এমপি।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাইদের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (মহাখালী) ডা. দীন মোহাম্মদ নূরুল হক, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবির, টাঙ্গাইলের ডিসি মাহবুব হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুল কিবরিয়া, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।

উপজেলার ষষ্ঠ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহজাহান কবির জানান, তার পদসহ চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, ২জন মেডিকেল অফিসার, একজন আরএমও পদের এ হাসপাতাল এতদিন খুব কষ্টে পরিচালিত হয়েছে। আজ থেকে সে কষ্ট দূর হলো।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।