ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় হাফিজুর রহমান (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।


 
সাজার আদেশপ্রাপ্ত হাফিজুর রহমান জেলার কাজিপুর উপজেলার টিকরাভিটা গ্রামের মো. রব্বেল ভূঁইয়ার ছেলে।

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন এসব তথ্য জানিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩ এপ্রিল সকালে একটি মেয়েকে ধর্ষণ করেন হাফিজুর রহমান। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এর প্রায় পাঁচ মাস পর এনিয়ে গ্রাম্য সালিশে হাফিজুর ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। এসময় তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মাতব্বররা।

কিন্তু যে দিন বিয়ের আয়োজন করা হয়, সেই দিনই ধর্ষক হাফিজুর পালিয়ে যান। এরপর ২০০৮ সালের ১২ অক্টোবর মেয়েটির বাবা বাদী হয়ে হাফিজুরকে আসামি করে কাজিপুর থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানী শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে বুধবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আদালত।

এছাড়া আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে ধর্ষিতা ও ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশু সন্তানের জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৬১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।