ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
কালিহাতীতে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত ছবি: প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকার ১২ নম্বর ব্রিজের কাছে ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো চার যাত্রী।


 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, একটি ড্রাম ট্রাক এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় বালু আনতে যাওয়ার সময় হাতিয়া এলাকার ১২ নম্বর ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ‍একজন নিহত ও পাঁচজন আহত হয়।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অপর একজনের মৃত্যু হয়।
 
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বাংলানিউজকে জানান, আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।