ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে মাদকসেবী যুবকের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
ধুনটে মাদকসেবী যুবকের কারাদণ্ড ছবি: প্রতীকী

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবনের দায়ে ইমতিয়াজ আহম্মেদ শাকিল (১৯) নামে এক যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।



দণ্ডপ্রাপ্ত ইমতিয়াজ আহম্মেদ শাকিল ধুনট পৌর এলাকার উত্তর অফিসার পাড়ার মৃত আব্দুস ছামাদের ছেলে।

দণ্ডপ্রাপ্ত ইমতিয়াজের মা রোকেয়া খাতুন বাংলানিউজকে বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলো। মাদকদ্রব্য কেনার টাকার জন্য পরিবারের সদস্যদের প্রায়ই মারধর করতো। এছাড়া, এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সঙ্গেও জড়িয়ে পড়ে সে। অনেক চেষ্টা করেও তাকে ফেরানো সম্ভব হয়নি। তাই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে ইমতিয়াজকে হাজির করা হলে বিচারক তাকে এক বছরের কারাদণ্ড দেন।  

দণ্ডপ্রাপ্ত ইমতিয়াজকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।