ঢাকা: চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ বিমানবাহিনীর ক-৮ড ও ঋ-গই/ঋঞ-৭ই প্লেনের আকাশ থেকে আকাশে গোলাবর্ষণ মহড়া শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ মহড়া শেষের খবর এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবাহিনীর এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর উল্লেখিত প্লেনগুলো আকাশ থেকে আকাশে গোলাবর্ষণের পাশাপাশি আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করে।
বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকরাসহ বিভিন্ন পদবীর সদস্যরা এ মহড়ায় সক্রিয়ভাবে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
জেপি/এএ