ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

এবার ৩৮৪টি কেন্দ্রে শিশুদের ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে রাসিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এবার ৩৮৪টি কেন্দ্রে শিশুদের ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে রাসিক

রাজশাহী: আগামী ১৪ নভেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৫ পালন করা হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ ক্যাম্পেইনে ৩৪৩টি স্থায়ী ও ৪১টি অস্থায়ী মিলিয়ে মোট ৩৮৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

রাসিকের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ১১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবু বাক্কার কিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম।

বক্তব্য দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আসগার হোসেন, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিসংখ্যানবিদ রাজিউদ্দিন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ফোকাল পয়েন্ট ডা. গাজী আহম্মদ হাসান তুহিন।

স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমানআরা বেগম। সভায় রাসিকের কাউন্সিলর, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, প্রতিটি কেন্দ্রে ৩ জন করে ১১৫২ জন স্বেচ্ছাসেবী এই দায়িত্ব পালন করবেন। ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।