ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

টিসিবি’র সক্ষমতা বাড়ানোর তাগিদ সংসদীয় কমিটির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
টিসিবি’র সক্ষমতা বাড়ানোর তাগিদ সংসদীয় কমিটির

ঢাকা: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) মন্ত্রণালয়ের মুখাপেক্ষী না হয়ে নিজেদের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।
 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তাগিদ দেওয়া হয়।



ব্যবসা সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটিকে আরও লাভজনক করতে এবং ভর্তুকির পরিমাণ কমিয়ে আনতে সরকারকে সুদমুক্তভাবে আরও ২০০ কোটি টাকা মুলধন দেওয়ার সুপারিশ করা হয়েছে।
 
কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নূরুল মজিদ, মাহমুদ হুমায়ুন, মো. ছানোয়ার হোসেন এবং লায়লা আরজুমান বানু অংশ নেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, টিসিবি’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
 
কমিটি সূত্র জানায়, বৈঠকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের কার্যক্রম নিয়ে আলোচনাকালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এর প্রধান কাজগুলো সম্পর্কে কমিটিকে ধারণা দেওয়া হয়। এ সময় জানানো হয়, কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আপদকালীন মজুদ গড়ে তোলা, সরকারের নির্দেশনা অনুযায়ী সংগৃহীত পণ্যের বিক্রয় ও বিতরণের ব্যবস্থা করা এবং সে লক্ষ্যে ডিলার/এজেন্ট ইত্যাদি নিয়োগ করাসহ উক্ত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ও সহায়ক সব ধরনের কাজকর্ম সম্পাদন করা হয়ে থাকে। কমিটি টিসিবিকে কর্পোরেট কর এবং নূন্যতম কর প্রদানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে।
 
এছাড়া বৈঠকে টিসিবির গুদামজাতকরণ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিজস্ব জমি চট্টগ্রাম, রংপুর ও মৌলভীবাজারে জিওবি’র অর্থায়নে ৯০০ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন ৮টি গুদাম ও ৩টি কোল্ডস্টোরেজ বিল্ডিং নির্মাণের জন্য ২৪ দশমিক ৮৫ কোটি টাকার একটি প্রকল্পের ডিপিপি অনুমোদনের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।