ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ছেলে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
চুয়াডাঙ্গায় ছেলে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ছেলে হত্যার দায়ে বাবা কালু মৃধাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিরিন কবিতা আখতার এ রায় ঘোষণা করেন।



মামলা সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার পারলক্ষ্মীপুর গ্রামের মৃত হানিফ মৃধার ছেলে কালু মৃধা ২০১৩ সালের ৭ ডিসেম্বর রাতে নেশার টাকা না পেয়ে স্ত্রী খাদিজা খাতুনকে মারধর করেন। একপর্যায়ে তিনি শিশু পুত্র নয়নকে হত্যা করেন।

এ ঘটনায় পরদিন খাদিজা খাতুন সন্তান হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি আলমডাঙ্গার উপ-পরিদর্শক (এসআই) আছের আলী মামলার একমাত্র আসামি কালু মৃধার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালতের বিচারক এ মামলায় মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।