মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের গৃহবধূ আমেনা খাতুন হত্যা মামলায় স্বামী জুলফিকার আলীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে এ মামলার রায় ঘোষণা করেন বিজ্ঞ বিচারক মো. রবিউল হাসান।
মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৫ এপ্রিল মধ্যরাতে আমঝুপি গ্রামের জুলফিকার আলী স্ত্রী আমেনা খাতুনকে বাড়ির অদূরবর্তী মাঠের একটি আম বাগানে গলা কেটে হত্যা করে। আমেনার বাবা একই গ্রামের আওলাদ হোসেন বাদী হয়ে পরদিন জুলফিকার আলীসহ তার পরিবারের পাঁচজনের নামে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) খাইরুল আলম তদন্ত করে চার আসামিকে বাদ দিয়ে আমেনার স্বামীর নামে চার্জশিট দাখিল করেন। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. রবিউল হাসান।
রায়ে সন্তোষ প্রকাশ করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএ