ঝিনাইদহ: ঝিনাইদহে নারী ও শিশু বিষয়ক রিপোর্টিংয়ের ওপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্দ্যোগে জেলা প্রেসক্লাবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) আলতাফ হোসেন।
এসময় জেলা তথ্য অফিসার এ এস এম কবির, ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন লিপন ও আব্দুল্লাহ শাহারিয়ার উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ২৮ জন সাংবাদিক অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
টিআই