কিশোরগঞ্জ: ‘শিল্প, সংস্কৃতি-সংগ্রাম আমাদের যুদ্ধ অবিরাম’এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের শহীদ টিটো স্মৃতি পাঠাগারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা উদীচীর সভাপতি অ্যাডভোকেট শেখ এ কে এম নুরুন্নবী বাদলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-প্রবীণ লেখক মু আ লতিফ, জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, জেলা তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ইমাম রঞ্জু, জেলা উদীচীর সহসভাপতি দিলীপ চন্দ্র রায়, সদস্য আফরোজা আরেফিন, কলামিস্ট গাজী মহিবুর রহমান, তৌকির ইসলাম তন্ময় প্রমুখ।
বক্তরা জানান, স্বাধীনতাবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব থেকে মুক্তির জন্য উদীচীর লড়াই-সংগ্রামকে এগিয়ে নিতে হবে। উদীচী অন্যান্য সাংস্কৃতিক সংগঠন থেকে ভিন্ন, তাই উদীচীর চিন্তাও ভিন্ন।
মানুষের অর্থনৈতিক মুক্তির লড়াইকে সামনে রেখে উদীচীকে লড়তে হবে। অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ের মূল ঠিকানা উদীচী বলেও জানান তারা। সভাটি পরিচালনা করেন উদীচী জেলা কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এএটি/টিআই