ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডা লিংক রোডে বাসে ওঠার সময় পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে হরিনাথ দাস (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
হরিনাথ গুলশানে মুচির কাজ করতেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা সঞ্জয় দাস বাংলানিউজকে জানান, রাত ৮টার দিকে মধ্য বাড্ডা লিংক রোডে ধীরে চলতে থাকা একটি বাসে উঠতে গিয়ে পড়ে যান হরিনাথ। এ সময় তার শরীরের একাংশ বাসের চাকায় পিষ্ট হয়। দ্রুত তাকে ঢামেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, চালককে আটক করা হয়েছে। বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এজেডএস/আরএম