ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
রাজধানীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা: রাজধানীর শান্তিনগর এলাকায় পাঁচ হাজার ৩শ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

আটকরা হলেন- মো. জামাল (৪০) ও সারোয়ার (৪২)।

এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ১ লাখ ৭৯ হাজার টাকা জব্দ করে র‌্যাব।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টায় রাজধানীর শান্তিনগর এলাকার জাহিদ টাওয়ারের সামনে থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর মেহেদী হাসান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, আটক জামাল একজন বড় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। মাদক বিক্রির অপরাধে গতবছর জেলেও গিয়েছিলেন।

শান্তিনগরের তার নামে একটি বিশাল অ্যাপার্টম্যান্টও রয়েছে বলে জানান তিনি।

মেজর মেহেদী বলেন, বৃহস্পতিবার রাতে সারোয়ার জামালের কাছ থেকে ইয়াবা কিনতে এলে পাঁচ হাজার ৩শ পিস ইয়াবা ও এক লাখ ৭৯ হাজার টাকাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

এর আগে র‌্যাব-৮ এর একটি টিম সারোয়ারকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে আটক করেছিলো বলে জানা যায়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এসজেএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।