নেত্রকোনা: নেত্রকোনায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ব্যবসায়ী ও এক সেবনকারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত জেলার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলায় অভিযান চালিয়ে ওই তিনজন আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহনগঞ্জের শ্যমাকোণা গ্রামের ইয়াবা ব্যবসায়ী শহীদ মিয়া, গাঁজা ব্যবসায়ী বারহাট্টা দশদার গ্রামের রাজা খাঁ ও সেবনকারী পাঠানভিটা গ্রামের কাজল।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইয়াবা ব্যবসায়ী শহীদ মিয়াকে দুই বছর, গাঁজা ব্যবসায়ী রাজা খাঁকে ছয় মাস ও মাদক সেবনকারী কাজলকে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরে দণ্ডাদেশপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এএসআর