যশোর: যশোরের অভয়নগরে ১২ কেজি গাঁজাসহ তরিকুল ইসলাম (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শংকরপাশা এলাকা থেকে তাকে আটক করা হয়।
যশোরের সহকারী পুলিশ সুপার (সার্কেল-খ) শেখ বিল্লাল হোসেন বিষয়টি বাংলানিউজকে জানান, বিশেষ অভিযান চলাকালে উপজেলার শংকরপাশা এলাকায় একটি চলন্ত মোটরসাইকেল থামতে সিগন্যাল দেয় অভয়নগর থানা পুলিশ। এ সময় তারা দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে মোটরসাইকেলসহ তরিকুলকে আটক করে। তবে সঙ্গে থাকা আরও দু’জন পালিয়ে যান।
এ ঘটনায় অভয়নগর থানায় মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এএসআর