ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

সাংবাদিক মীর আফতাব উদ্দিন আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
সাংবাদিক মীর আফতাব উদ্দিন আর নেই

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইত্তেফাকের মফস্বল সম্পাদক মীর আফতাব উদ্দিন আহমেদ আর নেই।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৪ বছর।

সাংবাদিক মীর আফতাব উদ্দিন দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ আছর নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

মীর আফতার উদ্দিন আহমেদ’র জন্ম বরিশাল জেলায়। বরিশালের বিএম কলেজ থেকে বিএ পাশ করে তিনি ১৯৭২ সালে দৈনিক ইত্তেফাকে যোগ দেন। বার্তা বিভাগে সহ-সম্পাদক, পালা প্রধান এবং মফস্বল সম্পাদক হিসেবে কয়েক দশক দৈনিক ইত্তেফাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মীর আফতাব উদ্দিন।

তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীরভাবে শোকাভিভূত। ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এক বার্তায় মীর আফতাব উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।