ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ইকবালের ভাতিজা ফারিজ রহমানের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
ইকবালের ভাতিজা ফারিজ রহমানের বিরুদ্ধে মামলা ছবি: প্রতীকী

ঢাকা: আওয়ামী লীগের সাবেক এমপি ডা. এইচবিএম ইকবালের ভাতিজা ফারিজ রহমানের বেপরোয়া গাড়ির গতিতে চারজন গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আহমেদ বিশ্বাস বাদী হয়ে ওই থানায় মামলাটি দায়ের করেন।

মামলা নম্বর ৩২।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

তবে এ মামলায় কতজনকে আসামি করা হয়েছে তা জানা যায়নি। এছাড়া এখনও আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গত ২০ অক্টোবর আদালতের এক রিটের শুনানিতে ১৪ দিনের মধ্যে গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের এ রিট দায়েরের ১০ দিন পর গুলশান থানায় পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করলো।

১২ অক্টোবর বিকেলে গুলশানের ৭৪ নম্বর সড়কে ফারিজ রহমানের গাড়ির ধাক্কায় দুই রিকশাচালকসহ চারজন আহত হন।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।