ঢাকা: ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে মজিদ (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
ওই থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দে বাংলানিউজকে জানান, শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে শিশুটির বাবার অভিযোগ পেয়ে মজিদকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো এলাকায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মজিদ শিশুটির যৌনাচার করে। এবিষয়ে থানায় অভিযোগ করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।
এসআই আরও জানান, শারীরিক পরীক্ষার জন্য রাতেই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এজেডএস/এসই/জেডএস