বরগুনা: বরগুনা শহরের উপকণ্ঠে লাকুরতলা গ্রাম থেকে গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ইমরান হোসেন (২৯) ও বাবু (১৯)। আটক দু’জনের বাড়ি সদর উপজেলার পৌর শহরের ১ ও ৩ নং ওয়ার্ডে।
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন পিপিএম বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়:০২২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
জেডএস