গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে এসে বর মিলন মিয়াকে (১৯) কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একই আদেশে কনের চাচা মামুন মিয়াকে কারাদণ্ড ও বরের চাচা সাজু মিয়াকে অর্থদণ্ড করেছেন আদালত।
শুক্রবার (৩০ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী
কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ দণ্ডাদেশ ও জরিমানা আদায় করেন।
দণ্ডপ্রাপ্ত বর মিলন মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলার গাংজোয়ার গ্রামের সাহাদুল ইসলামের ছেলে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের জামালপুর গ্রামের আজাদুল ইসলামের মেয়ে জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী আরিফার সঙ্গে মিলন মিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল।
বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে বরসহ ছেলে ও মেয়ের চাচাকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক বরকে ১০ দিন, মেয়ের চাচাকে ৭ দিন কারাদণ্ড প্রদান করেন। এছাড়া বরের চাচার কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেন।
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
জেডএস