ঢাকা: রাজধানীর মুগদা এলাকায় এক কিশোরীকে (১৪) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর পরিবার যে বাসায় ভাড়া থাকতেন, তার বাড়িওয়ালার ছেলেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) মুগদার মান্ডা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতের নাম, সাগর (১৯)।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল আলম বাংলানিউজকে জানান, ঘটনার দিন রাত আটটার দিকে বাড়িওয়ালার ছেলে উপরে তার বাসায় ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ এসেছে। মেয়েটির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার ও সাগরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
মেডিকেল পরীক্ষার জন্য মধ্যরাতেই মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে মেয়ের মা বাদী হয়ে মুগদা থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান রেজাউল।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘন্টা, অক্টোবর ৩১, ২০১৫
এজেডএস/এমআইকে/আরএইচ