ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মনু নদীতে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
মনু নদীতে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের মনু নদীতে মাছ শিকার গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ ইউনুছ মিয়া (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে নদীর ব্যারেজ এলাক থেকে তার মৃতদেহ উদ্ধার করে ডুবুরিদল।



মৃত ইউনুছ মিয়া সিলেটের গোয়লাবাজার এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন গ্রামে বোনের বাড়িতে বসবাস করে আসছিলেন।

সদরের একাটুনা ইউনিয়ন পরিষদ সদস্য সৈয়দ রুমেন আলী বাংলানিউজকে জানান, শুক্রবার রাত ৮টার দিকে ইউনুছসহ তিনজন মনু নদীতে মাছ শিকারে যান।

একপর্যায়ে  স্রোতের তোড়ে তাদের নৌকাটি ডুবে যায়। পরে সাঁতরে দুইজন তীরে আসতে সক্ষম হলেও নিখোঁজ হন ইউনুছ মিয়া। পরে খবর পেয়ে ডুবুরিদল এসে উদ্ধারকাজ শুরু করে। শনিবার বেলা ১১টায় তার মৃতদেহ ‍উদ্ধার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুছ সালেক বাংলানিউজকে জানান, নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।