ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ২৭৯ বস্তা চাল লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
বগুড়ায় ২৭৯ বস্তা চাল লুট

বগুড়া: বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স বছির অ্যান্ড ব্রাদার্স থেকে ট্রাকে করে ২৭৯বস্তা চাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। যার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

শনিবার (৩১ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

মেসার্স বছির অ্যান্ড ব্রাদার্সের সত্ত্বাধিকারী বছির উদ্দিনের ছোট ভাই জাহাঙ্গীর আলম পটল বাংলানিউজ জানান, শ্রমিকরা রাত দেড়টা পর্যন্ত চাল বাছাই ও প্যাকিংয়ের কাজ শেষে মিলে তালাবদ্ধ করে বাড়ি চলে যায়।

এদিকে, টাঙ্গাইলে চাল পাঠানোর জন্য শ্রমিকরা রাতেই আরেকটি ট্রাক লোড করে রাখে। চালবোঝাই সেই ট্রাকটি মহাসড়কের পাশে রাখা হয়। ভোরে ট্রাক চালক এসে দেখেন তার ট্রাকের পাশে আরেকটি ট্রাক রাখা হয়েছে। আর সেই ট্রাকে বাছাইকৃত চাল লোড হচ্ছে।
 
এ দৃশ্য দেখে ফেলায় দুর্বৃত্তরা চালককে বেঁধে ফেলে এবং তার মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেয়। সংখ্যায় তারা কমপক্ষে ২০-২৫জন ছিল। পরে তারা বাছাইকৃত চালবোঝাই করে ট্রাক নিয়ে দ্রুত সটকে পড়ে।      
 
ব্যবসায়ী জাহাঙ্গীর আলম পটল আরও জানান, ভোরে এসে দেখেন প্রতিষ্ঠানের ৭টি সাটারের তালা ভাঙা। রাতে বাছাই করে রাখা চালের বস্তাগুলো নেই। তাদের ট্রাকের চালককে বেঁধে রাখা হয়েছে। লুট করে নিয়ে যাওয়া চালের বস্তাগুলোর ওজন ছিল ৫০কেজি করে। এতে তাদের প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
 
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বাংলানিউজে জানান, এ ধরনের খবর জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমবিএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।