ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ১৮ পিস ইয়াবাসহ বাচ্চু মন্ডল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়।
এরআগে শুক্রবার রাতে ধুনট-মথুরাপুর আঞ্চলিক সড়কের চালাপাড়া তিনমাথা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
বাচ্চু মন্ডল ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের চৈতারপাড়ার বেলাল হোসেনের ছেলে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাংলানিউজকে জানান, বাচ্চু মন্ডল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসআর