ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ডলারের কাছে বিক্রি হয়ে গেছে অ্যামনেস্টি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
ডলারের কাছে বিক্রি হয়ে গেছে অ্যামনেস্টি ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে সংস্থাটির স্বচ্ছতা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল।

তিনি বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডলারের কাছে বিক্রি হয়ে গেছে।

তারা এখন মানবাধিকারের ব্যবসা করে। তাদের বিরুদ্ধে কী করা যায় তা সরকারকে খতিয়ে দেখতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ‘যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন ও নিরাপত্তা’ প্রসঙ্গে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথা বলেন মেজবাহ কামাল।  

তিনি বলেন. ট্রাইব্যুন্যালকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে, সক্রিয় করা দরকার। ট্রাইব্যুনাল সম্প্রসারণ করে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া দরকার।

সরকারের সমালোচনা করে মেজবাহ কামাল বলেন, যুদ্ধপরাধীরা বিদেশে লবিস্ট নিয়োগ করছে। সরকার কেন লবিস্ট নিয়োগ করতে পারছে না। আন্তর্জাতিক অঙ্গনে মুক্তিযুদ্ধে তাদের (যুদ্ধাপরাধী) ভূমিকাকে তুলে ধরতে হবে।
 
যুদ্ধাপরাধ নিয়ে বিদেশে প্রচারণায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার অভিযোগ তুলে মেজবাহ কামাল বলেন, পরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা সহযোগিতা করবো। এই ধরনের অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের আমন্ত্রণ জানান।

বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিদ্যাপীঠে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো বাধ্যতামূলক করার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, যে বিষয়েই শিক্ষার্থীরা পড়ুক না কেন মুক্তিযুদ্ধের ইতহাস পড়াতে হবে। দেশের সব বিশ্ববিদ্যালয়কে মুক্তিযুদ্ধের গবেষণা ও আলোচনা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

সবশেষে মেজবাহ কামাল জামায়াত নিষিদ্ধের দাবি জানান। তিনি সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, কেনো এখনও জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে না?

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসএমএ/ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।