ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

‘এনএসইউ ক্লাব ফেয়ার-২০১৫’র পুনর্জন্ম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
‘এনএসইউ ক্লাব ফেয়ার-২০১৫’র পুনর্জন্ম ছবি : রাজিব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিভিন্ন ঘটনা-দুর্ঘটনায় বন্ধ হয়ে পড়া ‘এনএসইউ ক্লাব ফেয়ার-২০১৫’ আবার শুরু হলো। এবার নর্থ-সাউথ ইউনিভার্সিটি’র ২০টি ক্লাব এতে অংশ নিয়েছে।



শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্লাজা এরিয়ায় মেলার উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে এটি রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।

মেলায় অংশ নিয়েছে- আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব, অ্যাথলেটিকস ক্লাব, সিনে অ্যান্ড ড্রামা ক্লাব, কম্যুনিকেশন্স ক্লাব, কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব, ডাইভারসিটি ক্লাব, আর্থ ক্লাব, এথিকস ক্লাব, ফিন্যান্স ক্লাব, হিউম্যান রিসোর্সেস ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব, দ্যা মার্কেটিং ক্লাব, এমবিএ ক্লাব, মডেল ইউএন ক্লাব, ফার্মাসিউটিক্যাল ক্লাব, পাবলিক হেলথ অ্যান্ড সায়েন্সেস ক্লাব, সাংস্কৃতিক সংগঠন, সোশ্যাল সার্ভিসেস ক্লাব, ইয়াং ইকোনমিস্টস ফোরাম, ইয়াং এন্ট্রেপ্রেনার্স সোসাইটি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. গৌর গোবিন্দ গোস্বামী এবং স্টুডেন্টস অ্যাফেয়ার্স পরিচালক ড. এম. এমদাদুল হক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। উদ্বোধনের পর একটি ভিডিও প্রদর্শনে ক্লাবের পরিচিতি ও কর্মকাণ্ড তুলে ধরা হয়।

অতিথি ও ক্লাব সদস্যরা স্টলগুলো পরিদর্শন করেন। এরপর কিছু শিক্ষার্থী ফ্যাশন-শো’তে অংশ নেয়। বিশ্বে বিভিন্ন ধর্ম-বর্ণ-গোত্রের ঐতিহ্যবাহী পোশাকে তারা মানুষের বৈচিত্র্যের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করে।

দুপুরের পরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. এ. কাশেম অংশ নেবেন বলে আয়োজকরা জানান। রাত সাড়ে ৮টায় ব্যান্ড পারফর্মেন্সের মাধ্যমে মেলার সমাপ্তি টানা হবে।

উদ্বোধনী বক্তব্যে দুই অধ্যাপক জানান, শুরুর পর নিয়মিত মেলাটি আয়োজন করে আসছিল ক্লাব। কিন্তু মাঝে অগ্নিকাণ্ডের ঘটনা ও রাজনৈতিক অস্থিরতা থাকায় তাতে ছেদ পড়ে। এখন থেকে আবারও নিয়মিত আয়োজন হবে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসকেএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।