ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খুবিতে অফিস ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
খুবিতে অফিস ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে অফিস ব্যবস্থাপনা শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় খুবির তৃতীয় একাডেমিক ভবন অর্থনীতি ডিসিপ্লিনের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ শুরু হয়েছে।



উদ্বোধনী অনুষ্ঠানে সেলের পরিচালক প্রফেসর ড. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষাসহ সবক্ষেত্রে আমাদের বিশ্বমানের দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই এবং বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো কি পারবো না, এটাই এখন প্রশ্ন। আমাদের যার যে দক্ষতা আছে তার চেয়ে অধিক দক্ষতা অর্জনের জন্য অর্পিত দায়িত্ব যদি যথাযথভাবে পালন করা হয় এবং আরও দক্ষতা অর্জন করা যায়, তাহলে কোয়ালিটি অর্জন করা সম্ভব।

প্রত্যেকে যদি নিজেকে উন্নত করার চেষ্টা করি তাহলে গোটাবিশ্ব উন্নত হবে। তিনি আরও বলেন আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে অটোমেশনের দিকে নিয়ে যাচ্ছি। এর জন্য কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহারে দক্ষতা বাড়াতে হবে। কর্মচারীদের দক্ষ হতে হলে সততা, সময় সম্পর্কে সচেতনতা, ধৈর্যশীলতার গুণগুলো থাকতে হবে। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি ভালো বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে দেখতে চাই। আইকিউএসির উদ্যোগে কর্মচারীদের এ প্রশিক্ষণ অফিস ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সারওয়ার জাহান উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় খুবির আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার উপস্থিত ছিলেন। ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৪৩জন প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহকারী অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমআরএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।