বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে কোয়ালিটি ফিড মিলে শ্রমিক দেওয়াকে কেন্দ্র করে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মোখলেছুর রহমান (৩০) নামে এক যুবকের হাতের কব্জি কেটে নিয়েছে ওসমান গণি ওরফে কালু (৩২) নামে এক সন্ত্রাসী।
এসময় উপস্থিত জনতা ৩টি ধারালো অস্ত্রসহ কালুকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ৯টার দিকে উপজেলার কাতম গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার কাতম গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে মোখলেছুর রহমানের (৩০) সঙ্গে একইগ্রামের ইব্রাহিম আলীর ছেলে ওছমান গনী ওরফে কালুর (৩২) কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে কালু চাইনিজ কুড়াল দিয়ে মোখলেছুরকে আঘাত করেন। তা ঠেকাতে গিয়ে তার হাতের কব্জি কেটে যায়। এসময় মোখলেছুর রহমানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কালু পালানোর চেষ্টা করেন। কিন্তু উপস্থিত জনতা সন্ত্রাসী কালুকে চাইনিজ কুড়াল, রাম-দা, হাসুয়াসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল বাংলানিউজে জানান, এ ঘটনায় এক সন্ত্রাসীকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে। তবে, কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমবিএইচ/পিসি