ঢাকা: গণতন্ত্র রক্ষা করেই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা সম্ভব বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন।
তিনি বলেন, একমাত্র গণতন্ত্র রক্ষা করে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে পারবো।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের আট বছর পূর্তি উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক মুক্ত আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র রক্ষা না হলে বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন রক্ষা হয় না। গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ গণতান্ত্রিক নেতৃত্ব হারিয়েছে, নির্বাচিত রাজনীতি ধোঁকাবাজির রাজনীতিতে রূপ নিয়েছে। ফ্রি ফেয়ার ইলেকশন করার সুযোগ নেই।
আইনজীবী-সাংবাদিক দলীয় হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, দলীয় রাজনীতির কারণে গণতন্ত্র অসহায় হয়ে গেছে। আইনের শাসনের লোকজন বিএনপি-আওয়ামী লীগের কীভাবে হয়? দলীয় হওয়াতে বিচার বিভাগের স্বাধীনতার কথা মাথায় আসে না। দলীকরণ করে বিচারকদের নিয়োগ দেওয়া হচ্ছে। গণতন্ত্র রক্ষার জন্য সাংবাদিক-আইনজীবীদের দলীয় হলে হবে না।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদের সঞ্চালনায় বিচারপতি আমিরুল কবীর চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বার কাউন্সিলের সহ-সভাপতি বাসেত মজুমদার, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ বক্তব্য রাখেন।
হিউম্যানিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এআই মাহবুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে নির্বাহী পরিচালক শফিকুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেচ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমআইএইচ/এএসএস/এএ