মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রাকচাপায় জহিরুল ইসলাম (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক ও রবি বেপারি (৪৭) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পাঁচ্চর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে এর চালক পলাতক রয়েছেন।
শিক্ষক জহিরুল ইসলাম মাদবচর ইউনিয়নের বাখরের কান্দি গ্রামের আবদুল হালিম বেপারির ছেলে। তিনি স্থানীয় মাদবরচর ইসলামিয়া ফেরকানিয়া মাদ্রাসার শিক্ষক।
নিহত রবি বেপারি মাদবরেরচর ইউনিয়নের সাড়ে বিশরশি এলাকার মজিদ বেপারির ছেলে। তিনি আড়ৎ থেকে মাছ কিনে বিভিন্ন বাজারে বিক্রি করতেন।
পুলিশ জানায়, মাদ্রাসা শিক্ষক জহিরুল ইসলাম ও মাছ ব্যবসায়ী রবি বেপারি পাঁচ্চর ব্রিজের কাছে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কাওড়াকান্দি ঘাট থেকে পাঁচ্চরের দিকে আসা মাটিবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রবি বেপারির মৃত্যু হয়।
আহত অবস্থায় মাদ্রাসা শিক্ষক জহিরুল ইসলামকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আরিফ খান বাংলানিউজকে বলেন, শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকটি কাওড়াকান্দি ঘাট এলাকায় মাটি টানার কাজে ব্যবহৃত হতো। ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে বলে জানান সার্জেন্ট আরিফ।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমজেড