রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপে উত্তেজনা সৃষ্টি হওয়ায় শনিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবির এই নিষেধাজ্ঞা জারি করেন।
মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বাংলানিউজকে জানান, গত ৪ অক্টোবর স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন করেন। পরে নতুন ভবনে কার্যক্রম শুরু উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার বেলা ৩টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের।
এদিকে, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সঙ্গে দ্বন্দ্বের কারণে ওই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিনকে অতিথি না করায় সকাল থেকে উত্তেজনা দেখা দেয়। পরে এই নিয়ে আফজাল গ্রুপ ও সংসদ সদস্য আয়েন সমর্থক গ্রুপের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়। পরে বিষয়টি জানিয়ে মাইকিং করে পুলিশ।
রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর বাংলানিউজকে জানান, আলোচনা সভা ও দোয়া মাহফিল নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুইটি পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই নিয়ে সহিংসতা হতে পারে এমন আশঙ্কায় দেখা দেয়। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।
বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত তা বলবৎ থাকবে। এ সময় সেখানে সব ধরণের সভা বা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি জানিয়ে মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ বাংলানিউজকে জানান, উপজেলা নিবার্হী কর্মকর্তা ১৪৪ ধারা জারি করার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসএস/পিসি